কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চোরাকারবারিদের ফেলে দেওয়া ভারতীয় আতশবাজির বস্তা ট্রেনের নিচে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের শতাধিক যাত্রী। সোমবার সন্ধ্যায় বুড়িচং উপজেলার পীতাম্বরে রেয়াছত আলী ফকিরের মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সালদানদী ও শশীদাল রেলস্টেশন হয়ে চট্টলা এক্সপ্রেস ও নাসিরাবাদ ট্রেনের মাধ্যমে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে একদল চোরাকারবারি। সেদিন সন্ধ্যায় সদর রসুলপুর রেলস্টেশনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনার খবর পেয়ে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস থেকে চোরাকারবারিরা মালামাল ট্রেনের বাইরে ফেলে দেয়। এ সময় আতশবাজিভর্তি একটি বস্তা পাস দিয়ে ক্রস করা মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে বিকট শব্দে বিস্ফোরিত হলে ট্রেনে প্রচণ্ড ঝাঁকুনি লাগে এবং আতঙ্কে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করে দেয়। ট্রেনটি চলন্ত অবস্থায় থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রতিদিন সন্ধ্যানাগাদ ট্রেন আসার আগে এসব অবৈধ মালামাল স্টেশনের বাথরুম ও অফিসকক্ষে এনে রাখা হয়। সুযোগ বুঝে ট্রেনে তুলে দেওয়া হয়। এ কাজের সঙ্গে রেলের কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারেন। এ বিষয়ে সদর রসুলপুর রেলস্টেশনের মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী জানান, ম্যাজিস্ট্রেট সানোয়ার জাহানের নেতৃত্বে চট্টলা এক্সপ্রেসে অভিযান চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি।