নারায়ণগঞ্জ-৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার সঙ্গে বিভিন্ন রাজনীতিকের ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। আমি কী ছিলাম তা নারায়ণগঞ্জের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মী, বিএনপি এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানেন। আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন, তারা জানেন আমার অবস্থান কোথায় ছিল।
তিনি আরও বলেন, আমার নাম রাজনৈতিক মামলার এজাহারেও তোলা হয়েছিল। বিএনপি একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক পরিবার—এখানে মতভেদ থাকতে পারে, তবে তা হতে হবে সংগঠন ও রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে। আমি বিশ্বাস করি, যারা আজ সমালোচনা করছেন, তারাও দলের কল্যাণ চান। দিনশেষে আমরা সবাই ধানের শীষের কর্মী—দলের সিদ্ধান্তই আমাদের জন্য চূড়ান্ত ও বাধ্যতামূলক নির্দেশনা।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত ও দায়িত্বশীল রাজনৈতিক শক্তি। ব্যক্তিগত অবস্থান বা বক্তব্য দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, সদস্য ফারুক হোসেন, মাহবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল