ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জোর দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দরকার সেটা এখনো দৃশ্যমান নয়। দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। গতকাল রাজধানীর কলাবাগানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত একসভায় একথা বলেন সাবেক এই সংসদ সদস্য।
এম এ আউয়াল নেতা-কর্মীদের নির্বাচনি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তিনি বিগত ২০১৮, ২০২৪-এর নির্বাচনে অংশ নেননি। তবে আগামীতে লক্ষ্মীপুর-১ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে প্রগতিশীল দলগুলো নিয়ে প্রক্রিয়া চলছে। যে জোট গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইসলামি দলসহ অন্যান্য দলের সঙ্গেও আলোচনা চলছে। এ সময় দলের মহাসচিব নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।