বুড়িগঙ্গা নদী রাজধানী ঢাকার ঐতিহ্যের অনুষঙ্গ। ঢাকা মহানগরীর প্রায় ২ কোটি মানুষের অস্তিত্ব নির্ভরশীল এ নদীর ওপর। দালানকোঠায় ঠাসা ইটপাথরের এই মহানগরীতে যান্ত্রিক যানবাহন ও কলকারখানার দূষণে শ্বাস নেওয়ার মতো মুক্ত বায়ু ভবিষ্যতে পাওয়া যাবে কি না, তা নির্ভর করে বুড়িগঙ্গা টিকে থাকা না থাকার ওপর। ৪০০ বছর আগে ঢাকাকে সুবে বাংলার রাজধানীর মর্যাদা দিয়েছিলেন মোগল শাসকরা। এ মর্যাদা লাভের পেছনে বুড়িগঙ্গার অবদান ছিল সম্ভবত সবচেয়ে বেশি। বুড়িগঙ্গাপারের এই জনপদ অনেক ইতিহাসের সাক্ষী হয়ে এখন স্বাধীন বাংলাদেশের রাজধানী। রাজধানী ঢাকার আবহাওয়া কতটা সহনীয় থাকবে, মানুষ কতটা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবে তা অনেকাংশেই এ নদীর দূষণমুক্ত অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। স্বভাবতই বুড়িগঙ্গাকে টিকিয়ে রাখা ও তাকে মাতৃসম আবেগে লালন করা এ মহানগরীর অধিবাসীদের পবিত্র কর্তব্য বিবেচিত হওয়া উচিত।
আরসান আজাদ