ইউক্রেনের দুটি প্রধান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। যার ফলে কেন্দ্রগুলোর বাহ্যিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। যা পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। কিয়েভ সতর্ক করে বলছে, এর মাধ্যমে পুরো ইউরোপকে বিপর্যয়কর ঘটনার ঝুঁকিতে ফেলা হয়েছে।
ইউক্রেন বলছে, এটি ছিল পরিকল্পিত ও ইচ্ছাকৃত হামলা। খমেলনিটস্কি ও রিভনে নামের এই বিদ্যুৎকেন্দ্রে হামলায় ইতোমধ্যে ১২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, এ ধ্বংসযজ্ঞ ইউরোপজুড়ে পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।
তিনি আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে বলেন, যেসব দেশ সত্যিই পারমাণবিক নিরাপত্তাকে গুরুত্ব দেয়, বিশেষ করে চীন ও ভারত, তাদের রাশিয়াকে এমন অবিবেচক হামলা বন্ধ করতে দাবি জানাতে হবে।
সিবিহা আরও বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউরোপকে পারমাণবিক বিপদে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে জরুরি বৈঠক ডাকতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ-র প্রতি আহ্বান জানান।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জ্বালানি গ্রিডে মস্কোর সর্বশেষ আক্রমণের নিন্দা জানিয়েছেন। রাশিয়ার তেলের বিরুদ্ধে পশ্চিমা মিত্রদের আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের অভিযোগ, রাশিয়া শীতের আগেই ইউক্রেনের বিদ্যুৎখাত ক্ষতিগ্রস্ত করার পরিকল্পিত চেষ্টা চালাচ্ছে। এই হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ও পারমাণবিক নিরাপত্তা উভয়ই গুরুতর ঝুঁকির মুখে পড়েছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
বিডি-প্রতিদিন/এমই