নাটকের দল এথিকের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো হাস্যরসাত্মক নাটক ‘সুড়ঙ্গ’।
মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি দলের ১৪তম প্রযোজনার নাটক। সৈয়দ ওয়ালী উল্লাহ রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন মিন্টু সরদার।
দুদিন পর রাবেয়ার বিয়ে অথচ অসুস্থ হয়ে সে বিছানায় পড়ে আছে। ডাক্তার হেকিম শত চেষ্টার পরেও রোগ নির্ণয় করতে পারেনি। মেয়ের চিন্তায় রাবেয়ার বাবা রেজ্জাক সাহেব খুবই উদ্বিগ্ন। অবশেষে এক ফকির বাবার দেখা পায়। ঘরে ছদ্মবেশি ফকির বাবার উপস্থিতি রাবেয়াকে বিস্মিত করে। কিন্তু রহস্য না ভাঙ্গতে সে তৎপর হয়ে উঠে। যে রহস্যের রোমাঞ্চে অসুস্থতার ভান করে দুদিন ধরে ঘরে শুয়ে রাবেয়া শুনছে সুড়ঙ্গ কাটার শব্দ। দেখার অপেক্ষা করছে মাটির নিচের অন্ধকারের রহস্য ভেদ করে ধীরে ধীরে তার ঘরে এগিয়ে আসছে কোনো এক রহস্যমানব। রোমাঞ্চ, উত্তেজনা আর নানা ঘটনায় তারা এক কঠিন সত্যের মুখোমুখি হয়। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
নাটক প্রসঙ্গে নির্দেশক মিন্টু সরদার বলেন, নাটকের নামটা শক্ত হলেও ভেতরটা খুবই মজার। নাট্যকার সৈয়দ ওয়ালী উল্লাহ নাটকটি লিখেছিলেন কিশোর-কিশোরীদের উপযোগী করে। মঞ্চের জন্য সাহস করে মূল গল্পের সাথে কিছু ডাল পালা গজিয়ে দিলাম। দুঃসাহসই বটে। সুড়ঙ্গকে যতটা সরল ভেবেছিলাম ভিতরে ঢুকতেই দেখি বেশ গভীর।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-প্রদীপ কুমার বিশ্বাস, মাহফুজ আফনান অপরা, সুকর্ন হাসান,মনি কানচন,আজিম উদ্দিন, রেজিনা আন্ডার রুনি, নাহিদ মুন্না, ঊর্মি আহমেদ, দীপান্বিতা রায়, রুবেল খান,রুসানা, মিথিলা, মুবিয়া, দীপেন, সৃজন, নয়ন,লাবিব, ফয়সাল,তাজ,আকন্দ, রাফি প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল