জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই বিভাগের শিক্ষার্থীদের দফার দফায় সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে চূড়ান্ত বহিষ্কারসহ অনন্য জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে তিন সদস্যের তদন্ত কমিটি।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে চারজন শিক্ষার্থীর বহিষ্কারের আদেশের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার অনাকাঙ্ক্ষিত ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে প্রাথমিকভাবে অভিযুক্ত চিহ্নিত করা হয়েছে। এই আচারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ আচারণ নয় ও শৃঙ্খলা পরিপন্থী। এ প্রেক্ষিতে সাময়িক বহিষ্কার করা হলো।
বহিষ্কার হওয়া ওই চার শিক্ষার্থী হলেন— রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদি হাসান, একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের আব্দুল্লাহ আল নোমান, সামি উদ্দীন সাজিদ এবং একই বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জাহিদুর রহমান জনি।
এদিকে সংঘর্ষের ঘটনায় সন্ধ্যায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে বিকেলে বাসে কথা কাটাকাটি জেরে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন সহকারী প্রক্টর এবং তিন শিক্ষার্থীসহ মোট ছয়জন আহত হন।
বিডি প্রতিদিন/নাজিম