সাভারের আশুলিয়ায় শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ঘটনা রহস্যজনক?। তবে দাম্পত্য কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা প্রতিবেশীদের। গতকাল রাতে এ তিনজনের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, আশুলিয়ার নরসিংহপুর হামিম গ্রুপের ৩ নম্বর নম্বর গেট এলাকায় আবুল দেওয়ানের বাড়িতে স্ত্রী ও শিশুকন্যা নিয়ে বসবাস করতেন রুবেল মিয়া?। গতকাল বিকালের দিকে পাশের কক্ষ থেকে চিৎকার করে এলাকাবাসীর সাহায্য চায়। এলাকাবাসী রুবেলের বাসা ভিতর থেকে আটকানো দেখতে পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় ওই কক্ষে রুবেল (২৮), তার স্ত্রী সোনিয়া (২৬) ও তাদের ছয় বছরের শিশুকন্যা জামেলার নিথর দেহ দেখতে পায়। এদের শরীরে জখম রয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। এরপর ওই বাড়িতে ভিড় জমান কৌতূহলি এলাকাবাসী।
ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, একই পরিবারের তিনজনের লাশ উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে কী কারণে এমন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        