দলীয় প্রতীক নৌকার ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার। গতকাল সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে নিজ বাড়ির সামনে এ কাণ্ড ঘটান তিনি। এ সময় আবু সাইদ শিকদার সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনা ঘিরে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। তার মামা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান হন তিনি। চেয়ারম্যান হয়ে ব্যাপক দুর্নীতি করেছেন। নিজেই ওই ভাস্কর্য নির্মাণ করেন। এখন আওয়ামী লীগের দুর্দিনে তার এমন কর্মকাণ্ডে আমরা হতবাক।
এ বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনাকে উদ্দেশ করে আবু সাইদ শিকদার বলেন, যার দল করি সে পালিয়ে গেছে। ওই দল আর আমি করব না। সে এলেও আওয়ামী লীগ আর করব না। তাই নৌকার ভাস্কর্য ভেঙে ফেলেছি।