চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে এ সম্মেলন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৯ এপ্রিল বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষ ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। গতকাল বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, অর্থনীতির প্রধান খাতগুলোয় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) করাই বিনিয়োগ সম্মেলনের মূল লক্ষ্য। এটি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খোঁজা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।
বিডা জানিয়েছে, এবারের সম্মেলন আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছে তারা। বাংলাদেশের আড়াই হাজার বিনিয়োগকারীর পাশাপাশি ৫০টি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী এতে যোগ দিতে নিবন্ধন করেছেন। এবারের বিনিয়োগ সম্মেলনে বিশ্বের শীর্ষ কয়েকজন ব্যবসায়ী অংশ নেবেন; তাদের মধ্যে রয়েছেন জারা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গার্সিয়া ম্যাসেয়েরাস; সুলতান পোর্টের সিইও; দুবাইয়ের অর্থনৈতিক বিভাগের চেয়ারম্যান; স্যামসাং-এর ভাইস প্রেসিডেন্ট; গো ব্র্যান্ডের সিইও; মেটা ও উবারের প্রতিনিধিরা; (পাকিস্তানের) দাউদ গ্রুপের নির্বাহীরা এবং নবউদ্যোগে বিনিয়োগকারী সংস্থা বি ক্যাপিটাল ও মারুবেনির মতো ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। বিডা বলছে, এসব গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতি, বিশ্বের কাছে বাংলাদেশের আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হয়ে ওঠার বিষয়টিকে তুলে ধরছে। সম্মেলনে বিনিয়োগকারীদের নিয়ে নানান কর্মকাণ্ড থাকছে। যার অংশ হিসেবে ৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি প্রতিনিধিদলসহ বৃহৎ বিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রামের মিরসরাই, কোরিয়ান ইপিজেডসহ গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে নেওয়া হবে। ৮ তারিখে প্রধান বিদেশি বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত জাপান ইকোনমিক জোনে যাবেন। তবে মূল অনুষ্ঠান হবে ৯ এপ্রিল। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, এবারের সম্মেলনের অন্যতম সংযোজন হতে চলেছে জ্বালানিবিষয়ক আলোচনা। নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ইকোনমি ও স্বাস্থ্য খাত নিয়েও আলোচনা হবে। মূল অংশীজনদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের সরাসরি আলোচনার জন্য ৯ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে একটি ম্যাচমেকিং ইভেন্ট।