বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলিবর্ষণ করা হলে এপারের বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর (২০) ও মো. হোসাইন (২৭)।
স্থানীয় সূত্র জানায়, ওই দুজন রাত ৯টার দিকে ঘুমধুম-কক্সবাজার সীমান্তসংলগ্ন ভাজাবুনিয়ার চিতারখুম এলাকা শূন্যরেখায় প্রবেশ করলে মিয়ানমারের অভ্যন্তর থেকে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধরা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কি না বা সীমান্তের শূন্যরেখায় কেন গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।