বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতিকে নিমর্মভাবে কুপিয়ে হাত-পায়ের রগ কর্তন করেছে প্রতিপক্ষ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার নিয়ামতি বন্দরে এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন। ওই ছাত্রদল নেতা হলেন আসাদ উল্লাহ খান (২৫)। সে নিয়ামতি বন্দর এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেন খানের ছেলে। এ ঘটনায় নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ তাকে কুপিয়ে জখম করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, আসাদ উল্লাহর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ঢাকায় আসাদ উল্লাহর চিকিৎসা করছেন। সে একটু সুস্থ হলে পরিবার অভিযোগ দেবে। আমরা প্রাথমিক তদন্ত করে জড়িত যাদের নাম জানতে পেরেছি তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি বলেন, এটা কোনো রাজনৈতিক কারণে ঘটেনি। নিয়ামতি বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে আগের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।
এদিকে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে গতকাল সকালে বাকেরগঞ্জে মানববন্ধন করা হয়েছে। বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে বাকেরগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল এ মানববন্ধন করে। মানববন্ধনে আসাদ উল্লাহকে কুপিয়ে আহত ও হাত-পায়ের রগ কর্তনের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। এ সময় বক্তারা হামলাকারীদের গ্রেপ্তারের প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব কবির খান, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলাল হাওলাদার, সদস্য সচিব জসিম হাওলাদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল জোনায়েদ, কায়েস রহমান, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল খান, জুয়েল হাওলাদার, সিহাব তালুকদার, রনি হাওলাদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
বিএনপির দুই নেতা বহিষ্কার : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হাত ও পায়ের রগ কর্তনের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রদল নেতা আসাদ উল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কর্তন করার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে তাদের বহিষ্কার করা হলো।