ছুটির দিন হলেও শুক্রবার আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ১৯০ স্কোরে বায়ুদূষণে রাজধানী ঢাকা ছিল শীর্ষে। তৃতীয় অবস্থান থেকে দিনের শুরু করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীর্ষে পৌঁছে যায় ঢাকা, যা অস্বাস্থ্যকর বিবেচিত হয়। গতকাল সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়। র্যাঙ্কিংয়ে ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর। ১৫৯ স্কোর নিয়ে বায়ুদূষণে তৃতীয় ভারতের রাজধানী দিল্লি।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, এ অবস্থায় নাগরিকদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে বলা হয়। বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এতে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।
দীর্ঘদিন ধরে ঢাকার বায়ুমান বিপজ্জনক পর্যায়ে থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নাগরিকদের বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। সংবেদনশীল ব্যক্তিদের (শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ) খুব প্রয়োজন না হলে বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ইটভাটা ও শিল্পকারখানার বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, ট্রাক ও লরি ঢেকে নির্মাণসামগ্রী পরিবহন করা এবং ধোঁয়া নির্গত করা পুরোনো যানবাহন রাস্তায় না নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বছরের তুলনায় এ বছর ঢাকার বায়ুর মান ১০ শতাংশ পর্যন্ত খারাপ হয়েছে। বিশেষ করে ডিসেম্বরে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি ছিল। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ঢাকার বাতাস আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে, যা জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলবে।