চট্টগ্রাম নগরীর হালিশহর থানার মর্জিনার মায়ের কলোনি এলাকায় আলাউদ্দিন (৩৬) নামের এক ব্যক্তি পঞ্চম বিয়ে করায় তাকে খুন করেছেন চতুর্থ স্ত্রী নুর জাহান (২৩)। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ওই কলোনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতিআলম বাজারের স্থায়ী বাসিন্দা। অভিযুক্ত নুর জাহান একই জেলার মাইজদী থানার স্থায়ী বাসিন্দা। তারা ওই কলোনিতে ভাড়া থাকতেন।
হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আলাউদ্দিন রিকশা চালনা, ইট ভাটায় কাজ করাসহ বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। তিনি একাধিক বিয়ে করেছেন। সম্প্রতি পঞ্চমবারের মতো বিয়ে করায় তার চতুর্থ স্ত্রী তাকে দা দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে খুন করেন। ইতোমধ্যে নুর জাহানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।