জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ৯ মার্চ আসামিদের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও মামলার পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকাল ১০টা ২৫ মিনিটের দিকে মেয়র আতিকুল ইসলাম বাদে বাকি পাঁচজনকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে আনা হয়। এরপর শুনানি হয়। শুনানিতে প্রসিকিউশন তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ১১ ফেব্রুয়ারি সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগের পাঁচ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। আওয়ামী লীগের পাঁচ নেতা হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিভিন্ন মামলায় তাঁরা বর্তমানে গ্রেপ্তার আছেন।