রাজধানীর পল্লবীতে গুলিবিদ্ধ হয়েছেন ভাই ও বোন। তারা হলেন- মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) ও শাহিনুর বেগম (২৮)। গতকাল সকাল সাড়ে ৬টায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৩টায় তারা গুলিবিদ্ধ হন।
তাদের হাসপাতালে নিয়ে আসা আমির হোসেন জানান, জসিম একটি টিভি শোরুমের ব্যবসায়ী। শুক্রবার রাতে নামাজ পড়ে বাসায় ফেরার সময় এলাকার শহিদুলের সঙ্গে শরীরে ধাক্কা লাগে। এতে সে ক্ষিপ্ত হয়ে যায়। পরে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জসিম বাসায় চলে যান। পরে শহিদুল সংঘবদ্ধ হয়ে বাসায় গিয়ে জসিমকে লক্ষ্য করে গুলি করেন। এতে ডান ও বাম পায়ে গুলি লাগে। তাকে বাঁচাতে গিয়ে তার বোন শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। প্রথমে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে স্থানান্তর করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।