দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর হয়েছে। এ সময় চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাবেক সভাপতির গাড়ি ভাঙচুর ও সরকারি কলেজ শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিকে গণধোলাই দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। শনিবার দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার মোহনপুর রাবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও পুলিশ জানায়, দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার প্রবেশ দ্বারে শেখ মুজিবুর রহমানের বৃহদাকার দুটি ম্যুরাল ছিল। শনিবার সন্ধ্যা ৭টার দিকে চিরিরবন্দর ও দিনাজপুর সদর উপজেলার বিক্ষুব্ধ ছাত্র- জনতা বুলডোজার দিয়ে সেটি ভাঙচুর করে। এমন সময় গাড়ি নিয়ে সেখানে উপস্থিতি হন চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সুমন দাস, চিরিরবন্দর সরকারি কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাকিল ও যুবলীগের দুই সদস্য। এ সময় বিক্ষুব্ধরা যুবলীগ সভাপতির গাড়ি ভাঙচুর ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাকিলসহ তাদের গণধোলাই দেয়।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওদুদ জানান, পুলিশ যাওয়ার আগে গণধোলাই খেয়ে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের নেতারা সেখান থেকে পালিয়ে যায়।