বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানার মো. ফজলুল করিম হত্যা মামলায় রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত তাকে কারাগারে পাঠান।
লিফলেট বিতরণের অভিযোগে তিন ছাত্রলীগ নেতা কারাগারে : সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল ও লিফলেট বিতরণের অভিযোগে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক আবু হাসিব মুক্তসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বাকি দুই আসামি হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ (২৮) ও ঝালকাঠি জেলার রাজাপুর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান রুবেল (৩৫)। গতকাল আদালতে হাজির করে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে ছাত্রলীগের এই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই ঘটনায় ৪ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।