ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। যারা নিজেদের মুসলিম দাবি করবে তারা যদি ইসলামের নীতি-আদর্শে জড়িয়ে না থাকে তাহলে তার মুসলিম দাবি করার কোনো অধিকারই নেই। অন্য ধর্মের যারা আছে তারা ইসলামের নীতি-আদর্শ মানবে দুনিয়াতে শান্তির জন্য।
গতকাল বিকালে ভোলার বাংলা স্কুল মাঠে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর যখন অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেনি, প্রশাসনিক অবস্থা ভেঙে পড়েছিল, তখন আমরা হিন্দুসহ অন্য সংখ্যালঘুদের নিজেদের দায়িত্বে পাহারা দিয়েছি।