সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতিবরাবর পদত্যাগপত্র দিয়েছেন তিনি। গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এক নিউজ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমানও বিষয়টি নিশ্চিত করেন।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ অনুসন্ধান চলমান ছিল। গত বছরের ২০ অক্টোবর থেকে বিচারকাজের বাইরে রাখা হয়েছিল এ বিচারপতিকে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সমর্থক বিচারপতিদের পদত্যাগের দাবিতে গত বছরের ১৬ অক্টোবর দুপুরে হাই কোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই দিন হাই কোর্ট বিভাগের ‘দলবাজ ও দুর্নীতিবাজ’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ। আর ‘ফ্যাসিবাদের দোসর’ বিচারপতিদের অনতিবিলম্বে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইং। শিক্ষার্থীদের দাবির মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা শেষে সেদিন বিকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা বলেছিলেন, আপাতত হাই কোর্ট বিভাগে ১২ বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না। তবে হাই কোর্ট বিভাগের কোন ১২ বিচারপতিকে বেঞ্চ দেওয়া হচ্ছে না, তাঁদের নাম তখন প্রকাশ করেননি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। অবশ্য পরবর্তী সময়ে হাই কোর্টের কার্যতালিকায় ১২ জন বিচারপতির নাম দেখা যায়নি। তাঁদের মধ্যে একজন এরই মধ্যে অবসরে গেছেন।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬ জানুয়ারি প্রকাশিত তথ্যে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৫)(বি) অনুসরণ করে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন। সে অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। এমন প্রেক্ষাপটে গতকাল বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগের খবর জানালেন সুপ্রিম কোর্ট প্রশাসন।