নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনি আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। সংস্কার কমিশন ১৫ জানুয়ারি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। কিছু আইনের খসড়া নিয়েও কাজ করছে এ কমিশন। তবে এখনো চূড়ান্ত হয়নি কোন কোন বিষয়ে নির্বাচনি আইনকানুন ও ব্যবস্থপনায় সংস্কার আসবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
এদিকে প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কারকাজ এগিয়ে নিতে আরও কিছু আইনের খসড়া নিয়ে কাজ চলছে। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন শক্তিশালী ও কার্যকর করার ব্যাপারে গুরুত্ব দিয়ে আইনের খসড়া তৈরি করা হয়েছে। আরও দু-একটা প্রক্রিয়াধীন রয়েছে। কিছু আইন রয়েছে যা সংস্কার করা দরকার। ইতোমধ্যে কিছু গুছিয়ে আনা হয়েছে। এজন্য সময় দিতে হবে। পরে সরকার ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে। পরে বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ আইনকানুন পরিবর্তন করা, সংশোধন করা সম্ভব। এগুলো নির্ভর করবে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনার ওপর।
অন্যদিকে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের অন্তত তিন সুপারিশ নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বিশেষ করে বিদায় নেওয়ার পর সংসদীয় স্থায়ী কমিটির হাতে ইসির বিষয়ে তদন্তভার, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে স্বতন্ত্র কর্তৃপক্ষ করার সুপারিশ বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করেছেন তিনি।
এ অবস্থায় জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইনসহ বেশ কয়েকটি আইন পর্যালোচনা করতে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আইন পর্যালোচনাসহ মোট ১১টি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নাসির উদ্দীনের নেতৃত্বধীন নির্বাচন কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, ইসি আইন পর্যালোচনা করছে। সংস্কার কমিশনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার প্রাথমিক কারণ নেই। বৃহত্তর আলোচনায় যদি মনে হয় অপেক্ষমাণ রাখা যায় তাহলে কমিশন সেভাবে সিদ্ধান্ত নেবে।
আজ বেলা ১১টায় বর্তমান নির্বাচন কমিশনের তৃতীয় সভা হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।