দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ধর্মঘটের ডাক দেয় পটুয়াখালী-বরিশাল-খুলনা রুটের বাস মালিক সমিতি। মঙ্গলবার বিকালে রূপাতলী এলাকায় বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লাসহ সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
পটুয়াখালী : মঙ্গলবার সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লাসহ সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের যাত্রী সাধারণ। আর কুয়াকাটায় আগত পর্যটকসহ দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে। সমস্যা সমাধানে গতকাল সন্ধ্যা পৌনে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভাগীয় প্রশাসনের ডাকা সভা চলছে বলে জানা গেছে।
কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক মো. আনোয়ার হোসেন ও শিউলী দম্পতি বলেন, সোমবার দুপুরে যশোর থেকে কুয়াকাটায় বেড়াতে এসেছেন। বাজেট কম হওয়ায় রাতে থাকতে কষ্ট হবে। তাই এখন চিন্তায় আছি কখন ধর্মঘট প্রত্যাহার হবে। কাউন্টার ইনচার্জরাও সঠিক করে বলতে পারছেন না কখন বাস চলাচল শুরু হবে। এদিকে পরিবহন ধর্মঘট চলাকালে মাহিন্দ্রা, সিএনজি, অটোরিকশায় চড়ে গন্তব্যে পৌঁছাচ্ছে কর্মব্যস্ত মানুষ। পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির খন্দকার বলেন, এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। বিভাগীয় পর্যায়ের নির্দেশনা পেলেই আমরা বাস চলাচল শুরু করব।
বরিশাল বাস মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, সন্ধ্যার পরে বরিশাল বিভাগীয় প্রশাসনের ডাকা বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার বিকালে ঝালকাঠি থেকে আসা বিএম কলেজের এক ছাত্রীর সঙ্গে হাফ ভাড়া নিয়ে বাসের স্টাফের সঙ্গে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে সন্ধ্যার পর বিএম কলেজের শিক্ষার্থীরা বাস স্ট্যান্ডে গিয়ে বাস ভাঙচুর ও বাসে আগুন ধরিয়ে দিলে বাস শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
পিরোজপুর : ধর্মঘটের কারণে পিরোজপুর থেকে বরিশালগামী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিপাকে পড়েছেন দূর-দূরন্তের যাত্রীরা। সকাল থেকে বাস স্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় বিকল্পভাবে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি, মাহিন্দ্রা ও অটোচালকদের বিরুদ্ধে।