দেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে সম্ভাবনার কথা বলা হলেও বাস্তবায়ন খুবই সীমিত। এখন উদ্যোগ নিতে হবে যাতে মানসম্মত প্রয়োজনীয় সব সেবা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করা যায়। এ ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের সবচেয়ে বড় সেবা প্রতিষ্ঠানের ভূমিকায় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) থাকতে হবে। এ প্রতিষ্ঠান কেবল রাজস্ব আদায় করেই দায়িত্ব শেষ করলে হবে না, বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক নীতি এবং সেবার দায়িত্বও নিতে হবে। শুধু ভালো আশ্বাসে দেশি-বিদেশি বিনিয়োগ আসে না।
গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলের আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-অ্যামচেমের এক সংলাপে এসব কথা বলেন দেশি-বিদেশি উদ্যোক্তা এবং তাঁদের প্রতিনিধিরা। ‘বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে নীতির সমন্বয়’ শিরোনামে এ সংলাপের আলোচনায় প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ সভায় বিশেষ অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিদেশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।