গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টের সরঞ্জাম তৈরির কারখানায় লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার চকপাড়া গ্রামের সানা অ্যাক্সেসরিজ কারখানায় এ ঘটনা ঘটে। কারখানাসংশ্লিষ্টরা জানান, রাত ২ টার দিকে ৬ থেকে ৭ জনের অজ্ঞাত একটি দুর্বৃত্ত দল কারখানায় প্রবেশ করে। তারা কারখানার নিরাপত্তাকর্মীকে হাত-পা খাটের সঙ্গে বেঁধে রেখে লুটপাট চালায়। এ সময় কারখানার গুদামে রাখা মালামাল লুট করে নেয় তারা। এরপর গুদামের পাশে কারখানার একটি কক্ষের তালা ভেঙে সেখানে থাকা নগদ টাকা নিয়ে যায়। কারখানার নিরাপত্তা কর্মী মো. মাসুদ বলেন, তিনি রাতে পাহারায় ছিলেন। রাত ২ টার দিকে হঠাৎ শব্দ পেয়ে একটি কক্ষের দিকে এগিয়ে যান। এ সময় অজ্ঞাত কয়েকজন লোক এসে তার হাত-পা বেঁধে ফেলেন। একজন এসে কাপড় দিয়ে মুখ এবং চোখ বেঁধে লুটপাট চালায়। কারখানার ব্যবস্থাপক মো. আসাদুল্লাহ বলেন, নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে মালামাল ও টাকা-পয়সা নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ এসেছিল। এটি একটি অনাকাক্সিক্ষত ঘটনা।
শ্রীপুর থানার অধীন মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল হক বলেন, সেখানে রাতে অজ্ঞাত কয়েকজন প্রবেশ করে মালামাল নিয়ে গেছে। এটি লুটপাট নয়, বরং চুরির ঘটনা মনে হচ্ছে।