অন্যান্য দিনের মতো গতকাল ছুটির দিনেও খুব অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিয়ে ঘুম ভেঙেছে ঢাকাবাসীর। ধুলা, ধোঁয়া আর কুয়াশা মিলে দিনভরই বাতাস ছিল বিষাক্ত। সকাল ৮টার দিকে দিল্লিকে ছাড়িয়ে দূষণের শীর্ষে অবস্থান করছিল ঢাকার বাতাস। দ্বিতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের হো চি মিন সিটি ও তৃতীয় দিল্লি। সন্ধ্যা ৬টায়ও দূষণের শীর্ষেই ছিল ঢাকা। বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, গতকাল সকাল ৮টার দিকে বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২৩০, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। সন্ধ্যা ৬টায়ও ২৪১ স্কোর নিয়ে দূষণের শীর্ষে ছিল ঢাকা। তখন দিল্লির অবস্থান ছিল ৭ নম্বরে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে কাজাখস্তানের বিশকেক ও চীনের বেইজিং। ঢাকায় সবচেয়ে কম দূষণ ছিল দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। তখনো দূষণ স্কোর ছিল ২১৮। প্রতি ঘনমিটার বাতাসে ক্ষতিকর অতি সূক্ষ্ম বস্তুকণা ছিল ১৪২.৮ মাইক্রোগ্রাম, যা স্বাভাবিক বাতাসের চেয়ে ২৮ গুণ বেশি দূষিত।
একিউআই স্কোর ২০০ পার হলেই খুবই অস্বাস্থ্যকর বাতাস বলে বিবেচিত হয়। ৩০০ পার হলে বাতাসকে দুর্যোগপূর্ণ ধরা হয়। ২২ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে গতকাল সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৮ ঘণ্টা কখনো খুবই অস্বাস্থ্যকর, কখনো দুর্যোগপূর্ণ ছিল ঢাকার বাতাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বায়ুদূষণের কারণে নানা রোগে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।