খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশসহ জনতা প্রায় ১২ কিলোমিটার ধাওয়া করে আন্তজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লার ইয়াদ আলী (৩২) ও মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতির মিজান শেখ (৩৫)। বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল ব্রিফিংয়ে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান মিঠু জানান, প্রায় ১২ কিলোমিটার ধাওয়া করে পিকআপটি আটক করা হয়। আন্তজেলা ডাকাতদলের অন্য সদস্যদের চিহ্নিত করা হয়েছে। তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সোনাডাঙ্গা ময়ূর ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের টহলদল হাজির হলে পিকআপ নিয়ে ডাকাতদল পালিয়ে যায়। এ সময় পিকআপ থেকে লাফিয়ে পড়লে রিয়াদ আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ ধাওয়া করে আউটার বাইপাস হয়ে জিরো পয়েন্ট ও রূপসা ব্রিজ পার হয়ে কুদির বটতলায় স্থানীয়দের সহায়তায় পিকআপটি আটক করে। সেখানে ডাকাতদলের আরেক সদস্য মিজান শেখ গ্রেপ্তার হন। উদ্ধার হয় চারটি রামদা, একটি কাটার, একটি লোহার পাইপ ও দুটি রড।