সপ্তাহের প্রথম তিন দিন লেনদেনে উত্থান হলেও শেষ দুই দিন দরপতন হয়েছে শেয়ারবাজারে। প্রথম তিন দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭০ পয়েন্ট। শেষ দুই দিনে কমেছে ৩৫ পয়েন্ট। শেষ দিনে গতকাল ডিএসইর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমেছে বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দর। ফলে এ বাজারটিতেও মূল্যসূচক কমেছে।
গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ২০৪টির এবং ৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিন বুধবারের তুলনায় ১০ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৬ পয়েন্টে নেমেছে। মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ২৬ টাকা।
আগের দিন লেনদেন হয় ৪১৩ কোটি টাকা। সে তুলনায় লেনদেন কমেছে ৫৬ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ওয়াইম্যাক্স ইলেকট্রোডের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে মালেক স্পিনিংয়ের ১৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৬টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৬৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫ কোটি ৪৪ লাখ টাকা।