ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়াল গ্রামবাসী। দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে নগরকান্দা উপজেলার সলিথা ও মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জেরে দীর্ঘদিন ধরে সলিথা ও মিরাকান্দা গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাতে সলিথা গ্রামে ওয়াজ মাহফিলে কয়েক তরুণের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মিরাকান্দা গ্রামের নাঈম মাতুব্বর নামে এক তরুণের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে দুই গ্রামের মানুষের মধ্যে। গতকাল ভোর থেকেই দুই গ্রামের কয়েক হাজার মানুষ ঢাল-সরকি, কাতরা, রামদা, ছ্যানসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলার প্রস্তুতি নেয়। পরে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নগরকান্দা থানার ওসিসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ভাঙ্গা ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট করে। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাকিল জানান, দীর্ঘদিন ধরে উভয় গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নগরকান্তা থানার ওসি মো. সফর আলীসহ কয়েকজন আহত হন। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সেনাবাহিনীর একটি টিম টহলে রয়েছে। নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় আমার হাত কেটে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি।
শিরোনাম
- দেশে প্রবাসী আয়ে রেকর্ড, মার্চে এল ৩ বিলিয়ন ডলারের বেশি
- ঢাকাসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী সর্ববৃহৎ সমাবেশ
- প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২
- ৮ দিন পর আখাউড়ায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
- পরিবেশ রক্ষায় ইতিবাচক মানসিকতা নিয়ে কাজের আহ্বান উপদেষ্টার
- সীমান্তে বিজিবি'র অভিযানে ২০ বার্মিজ গরু জব্দ
- ইসরায়েল সফরে গিয়ে অপমানিত দুই ব্রিটিশ নারী এমপি
- আইপিএলে ফিরতে প্রস্তুত বুমরাহ!
- এফবিজেএ'র নতুন কমিটি
- দুই দফা দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান
- বিয়েবাড়ির গেটে পার্টি স্প্রে দেওয়া নিয়ে মারামারি, ভাঙলো বিয়ে
- ডায়াবেটিস রোগীদের আতঙ্ক
- দর্শক পেটাতে যাওয়া খুশদিলকে নিয়ে যা বলছে পিসিবি
- ‘গৃহকর্ত্রীও নির্যাতিতা হতে পারেন’ -পরীমনির সেই ইস্যুতে ফেসবুকে ন্যান্সি
- ১৭ হাজার শিশুর রক্তে রঞ্জিত গাজা, অনাথ ৩৯ হাজারের বেশি
- ফটিকছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে ২ জনকে গণধোলাই
- ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড
- টেকনাফে গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকালে একজন গ্রেফতার
- যুক্তরাজ্যের পার্লামেন্টে ফ্ল্যাট নিয়ে টিউলিপের মিথ্যাচার
প্রকাশ:
০০:০০, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:২২, রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর