খুলনার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদের হত্যার প্রতিশোধ নিতেই কক্সবাজারে খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানী টিপুকে হত্যা করা হয়েছে। শহীদের ভাতিজা শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পুর নেতৃত্বেই সংঘবদ্ধ চক্র কৌশলে এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ৮ জানুয়ারি কক্সবাজারে আলোচিত টিপু হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনা পাহাড়ি চা বাগান থেকে নারীসহ তিনজনকে গ্রেপ্তারের পর এ হত্যাকাণ্ডের জট খুলেছে বলে জানান তিনি। পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন টিপু হত্যাকাে র প্রধান অভিযুক্ত শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৭)। তিনি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের দৌলতপুর দেওয়ানা মোল্লাপাড়ার জামাল শেখের ছেলে। অন্য দুজন পাপ্পুর প্রতিবেশী মো. সেলিম আকনের মেয়ে ঋতু (২৪) ও ৬ নম্বর ওয়ার্ডের কেশবলাল সড়কের মধ্য কারিগরপাড়ার হায়দার সরদার অদুদের ছেলে, পাপ্পুর বন্ধু মো. গোলাম রসুল (২৫)। এ তিনজনকে কক্সবাজারে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপার জানান, ২০১৫ সালে খুন হন দৌলতপুরের জ্বালানি তেল ব্যবসায়ী, পাটশ্রমিক ঠিকাদার শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ। এ হত্যাকাে সরাসরি অংশ নিয়েছিলেন নিহত কাউন্সিলর গোলাম রব্বানী টিপু এবং হত্যা মামলার প্রধান আসামি। হুজি শহীদের ভাতিজা পাপ্পুর স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার জানান, হুজি শহীদ ও টিপু একই এলাকার বাসিন্দা। সে কারণে তাদের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব ছিল। এর জেরে টিপুর নেতৃত্বে হুজি শহীদকে নৃশংসভাবে হত্যা করা হয়। আর এ হত্যাকাে র প্রতিশোধ নিতেই হুজি শহীদের পরিবারের পরিকল্পনায় টিপুকে হত্যা করা হয়। হত্যার মিশন সম্পর্কে পাপ্পু পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছেন, টিপুকে হত্যা করার জন্য দীর্ঘদিন আগেই পরিকল্পনা করেন তিনি। এর অংশ হিসেবে গ্রেপ্তার নারী ঋতুকে টোপ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেন। ঋতুর স্বামী ক্রসফায়ারে মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে টিপুর সঙ্গে ঋতুর সখ্য। তাঁদের এ সখ্য সুযোগ হিসেবে নিয়ে টিপুকে হত্যার পরিকল্পনা সাজান পাপ্পু। পূর্বপরিকল্পনামতো টিপুর অবস্থান কক্সবাজারে নিশ্চিত হয়ে তাঁর সঙ্গে সময় কাটাতে কক্সবাজারে আসার প্রস্তাব দেন ঋতু। এ অনুযায়ী ৭ জানুয়ারি খুলনা থেকে বাসে কক্সবাজারের উদ্দেশে রওনা হন পাপ্পু, তাঁর বন্ধু গোলাম রসুল ও ঋতু। কক্সবাজারে পৌঁছে টিপুর সঙ্গে যোগ দেন ঋতু। অন্যদিকে পাপ্পু ও গোলাম রসুল এর সদ্ব্যবহার করতে ওত পেতে থাকেন। হত্যাকাে র বর্ণনা দিয়ে স্বাকারোক্তিতে পাপ্পু জানান, ঋতুর কাছ থেকে টিপুর অবস্থান সম্পর্কে সার্বক্ষণিক তথ্য নেন তাঁরা দুই বন্ধু। ৮ জানুয়ারি সন্ধ্যার পর সৈকতের সুগন্ধা এলাকার হোটেল সি-গালের সামনে গোলাম রব্বানী টিপু অবস্থান নিলে ঋতুর দেওয়া তথ্যমতো সেখানে যান পাপ্পু ও গোলাম রসুল। সি-গালের সামনে ফুটপাতে হাঁটা অবস্থায় টিপুকে মাথায় গুলি করেন পাপ্পু। তাঁরা মোটরসাইকেলে এসে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার ক্লু সম্পর্কে পুলিশ সুপার বলেন, ‘এ হত্যাকা টি অনেকটা ক্লুলেস। কিন্তু কিছু সূক্ষ্ম সূত্র ব্যবহার করে সোর্স সৃষ্টি করে পুলিশ। সোর্সের মাধ্যমে হত্যাকাে র মোটিভ সম্পর্কে ধারণা পাই আমরা। একপর্যায়ে পাপ্পু, ঋতু ও গোলাম রসুল এ হত্যাকা ঘটান বলে নিশ্চিত হয় পুলিশ।’ এদিকে, এ হত্যাকা ঘটাতে কক্সবাজারের স্থানীয় লোকজনের সহযোগিতা নেওয়া হয়েছে বলে নিশ্চিত পুলিশ। স্থানীয় কে বা কারা সহযোগী ছিল এবং তারা কী ধরনের সহযোগিতা করেছে এ ব্যাপারে অনুসন্ধান চলছে।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের শুল্কহার পর্যালোচনা হচ্ছে : প্রেস সচিব
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
খুনের প্রতিশোধে খুন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর