ভারতের বেঙ্গালুরু, মুম্বাই বা পুণের ট্রাফিক জ্যামের কথা অনেকেরই জানা। কিন্তু দেশটির বড় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ট্রাফিক জ্যাম হওয়ার নিরিখে কলকাতা এখন শীর্ষে। ধীরগতির শহরের তালিকায় এই শহরটি এখন শীর্ষস্থানে পৌঁছে গেছে। শুধু তাই নয়, গোটা বিশ্বের ধীর গতির শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। এ তালিকায় কলকাতার ঠিক আগেই রয়েছে কলম্বিয়ার ব্যারনকুইলা শহর, যেখানে ১২ লাখের মতো মানুষের বসবাস করে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের বেঙ্গালুরু।
২০২৪ সালের টমটম ট্রাফিক ইন্ডেক্সের জরিপ অনুযায়ী ট্র্যাফিক জ্যাম বা যানজটের নিরিখে বেঙ্গালুরু, মুম্বাই ও পুণেকে ছাপিয়ে গেছে কলকাতা। গোটা বিশ্বে ৬২ দেশের ৫০০টি শহরে এই জরিপ চালানো হয়। জরিপে সংশ্লিষ্ট শহরগুলোতে যানবাহনের গতিবেগ, যাত্রাপথের সময়, যানজট মানুষের ওপর কী প্রভাব ফেলে, তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ রিপোর্টের প্রথম পাঁচটি শহরের মধ্যে রয়েছে ভারতের তিনটি শহর।
জরিপ বলছে, এই তালিকায় প্রথম স্থানে থাকা ব্যারনকুইলা শহরে গড়ে প্রতি ১০ কিলোমিটার পথ যেতে সময় লাগে ৩৬ মিনিট ৬ সেকেন্ড, ঘিঞ্জির মাত্রা শতকরা ৪৫ শতাংশ। কলকাতায় গড়ে প্রতি ১০ কিলোমিটার পথ যেতে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড সময় লাগে। ঘিঞ্জির মাত্রা ৩২ শতাংশ। বেঙ্গালুরুর ক্ষেত্রে গড়ে ওই পথ যেতে ৩৪ মিনিট ১০ সেকেন্ড সময় লাগে। ঘিঞ্জির মাত্রা ৩৮ শতাংশ। গোটা বিশ্বে যানবাহন চলাচলের ক্ষেত্রে ধীরগতির শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পুণে, সেখানে গড়ে ১০ কিলোমিটার পথ যেতে সময় লাগে ৩৩ মিনিট ২২ সেকেন্ড। এই শহরের ঘিঞ্জির মাত্রা ৩৪ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছে লন্ডন। এই শহরে ওই পথ অতিক্রম করতে সময় লাগে ৩৩ মিনিট ১৭ সেকেন্ড, ঘিঞ্জির মাত্রা ৩২ শতাংশ। আর এই যানজটের কারণে ব্যারনকুইলা শহরে গাড়ি নিয়ে চলাচলকারী ব্যক্তির বছরে ১৩০ ঘণ্টা সময় নষ্ট হয়। কলকাতায় ১১০ ঘণ্টা সময় নষ্ট হয়, বেঙ্গালুরুতে ১১৭ ঘণ্টা, পুণেতে ১০৮ ঘণ্টা সময় নষ্ট হয় এবং লন্ডনের সময় নষ্ট হয় ১১৩ ঘণ্টা।
রিপোর্টে বলছে, যানজটের তীব্রতার জন্য কলকাতা শহর বিশ্বব্যাপী ১৬৯তম স্থানে রয়েছে। এর অর্থ, যানজটের মাত্রা বেশি থাকলেও, সেই অনুপাতে মূল্যবান সময় নষ্ট হওয়ার পরিমাণ কিছুটা কম। প্রধানত পরিকাঠামোর অভাবের কারণে কলকাতার রাস্তাগুলোতে যানজটে পরিণত হয়। পাশাপাশি অত্যধিক জনসংখ্যা ও ব্যস্ত সময়ে (পিক টাইমে) ট্রাফিকের গতিবিধি নিয়ন্ত্রণের অভাবের ফলে যানবাহনের গতি শ্লথ হয়ে পড়ে।