ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ে থাকা ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বোর্ড সূত্র জানায়, এরই মধ্যে ওয়েবসাইটে দেওয়া বইয়ের অনলাইন ভার্সনে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়া হয়েছে। সেখানে নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, নবম ও দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। এর প্রতিবাদ জানিয়ে তা সরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন। আদিবাসী শব্দটি বাতিলসহ কয়েকটি দাবিতে তারা গত রবিবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে। পরে এনসিটিবি কর্মকর্তারা তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।