ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সভাপতি সাইফুল ইসলাম বলেছেন, নানা অনিয়ম, জালিয়াতিতে ডুবে আছে শেয়ারবাজার। এ থেকে বের করে শেয়ারবাজারকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। গত ১৫ বছর যে অনিয়ম, জালিয়াতি হয়েছে তা প্রকাশ করা উচিত।
গতকাল রাজধানীর শাহবাগে একটি ক্লাবে ‘পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর আয়োজনে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর চেয়ারম্যান হাবিবুর রহমান, ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী ও মিনহাজ মান্নান ইমন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর সভাপতি মাজেদা খাতুন।
সংবাদ সম্মেলনে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ‘ডিএসই যদি প্রভাবমুক্ত থাকতে পারে, তাহলে পুঁজিবাজারে ইতিবাচক কাজ করার সুযোগ রয়েছে।
১৫ বছরের অনিয়মের বিচার-বিশ্লেষণ করা দরকার। যেসব তথ্য পাওয়া গেছে তা সম্পূর্ণ নয়। সামগ্রিকভাবে সব অনিয়মের তথ্য উঠে আসছে না। সব অনিয়ম প্রকাশিত হলে আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নেব।’