বায়ুদূষণবিরোধী বিশেষ অভিযানে গতকাল দেশে ৩৩টি মামলায় ৯৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, শব্দদূষণ এবং খোলা জায়গায় নির্মাণসামগ্রী রাখায় মামলা করা হয়। অভিযানে ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ, কালো ধোঁয়ার সৃষ্টির জন্য পাঁচটি যানবাহন থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে আটটি মোবাইল কোর্ট ২৫টি ইটভাটা থেকে ৯৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৩টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। শব্দদূষণের অভিযোগে দুটি যানবাহন থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং পাঁচজন চালককে সতর্ক করা হয়।
নির্মাণসামগ্রী উন্মুক্ত স্থানে রাখায় একটি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং সাতটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।