সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বিকেল ৪টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে প্রবেশের পর ভারতীয় খাসিয়াদের গুলিতে সাকির আহমদ নামের ওই যুবক প্রাণ হারান বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জুবায়ের আনোয়ার।
জানা যায়, রবিবার বিকেলে ডোনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারতে অনুপ্রবেশ করেন। এসময় খাসিয়ারা গুলি ছুঁড়লে সাকির আহমদ বিদ্ধ হন। সাথের যুবকরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পরে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম