দীর্ঘ বিরতির পর আবারও দলে ফিরলেন কলকাতার সাবেক মেয়র ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তার সঙ্গে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন ঘনিষ্ঠ সহযোগী ও অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জি। গতকাল কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তাদের দলে ফেরান রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উত্তরীয় পরিয়ে শোভন ও বৈশাখীকে দলে স্বাগত জানানো হয়।
সংবাদ সম্মেলনে অরূপ বিশ্বাস বলেন, মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে এবং তৃণমূল কংগ্রেসে ফেরার জন্য তারা আবেদন করেছিলেন।
দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদনক্রমে তারা দলে ফিরে এসেছেন। আমাদের ঘরের ছেলে শোভন ঘরেই ফিরলেন। দলে ফেরার পর শোভন চট্টোপাধ্যায় বলেন, আমার ধমনি বা শিরা যেটা বলে সেটা তৃণমূল কংগ্রেস। আজ আমি নিজের ঘরে ফিরেছি। আগামী দিনে রাস্তায় নেমে দলের জন্য কাজ করব এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হবে তা সর্বোচ্চ নিষ্ঠায় পালন করব। দিনের শেষে শোভন ও বৈশাখী কালীঘাটে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেন। ২০১৭ সাল থেকে ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেন শোভন চট্টোপাধ্যায়ের। তিনি মেয়র ও মন্ত্রিত্ব ছাড়ার পর ২০১৮ সালের নভেম্বরে দল ত্যাগ করেন এবং ২০১৯ সালের আগস্টে বৈশাখী ব্যানার্জিকে নিয়ে যোগ দেন বিজেপিতে। তবে বিজেপিতে তেমন সক্রিয় ভূমিকা রাখতে না পারায় তারা পরে রাজনীতি থেকে দূরে সরে যান।