ধর্ষণের অভিযোগে বরখাস্ত হলেন নামিবিয়ার কৃষিমন্ত্রী ম্যাক আলবার্ট হেঙ্গারি। তার বিরুদ্ধে ৫ বছর আগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য ওই কিশোরীকে ঘুষ দেওয়ার চেষ্টাও করেন ওই মন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।
এতে বলা হয়, শিগগিরই হেঙ্গারিকে আদালতে হাজির করা হতে পারে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মার্চে দায়িত্ব গ্রহণ করেন নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নেতুম্বো নন্দী নদৈতবাহ। ক্ষমতাসীন দল সোয়াপোর প্রতিনিধিত্ব করতে হেঙ্গারিকে সংসদে মনোনীত করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকে এটিই নামিবিয়ার প্রেসিডেন্টের জন্য সবচেয়ে বড় কেলেঙ্কারি। প্রেসিডেন্টের কার্যালয় থেকে অবশ্য হেঙ্গারিকে বরখাস্ত করার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। তারা জানিয়েছে, দেশটির জাতীয় পরিষদ থেকেও হেঙ্গারিকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিরোধী দল ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ বলছে, ধর্ষণ, অপহরণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে হেঙ্গারিকে গ্রেপ্তার সরকারের নেতৃত্বের ব্যর্থতারই প্রমাণ দেয়। দলটির তরফ থেকে আরও বলা হয়, হেঙ্গারির মামলাটি লিঙ্গ সহিংসতার পটভূমিতে এসেছে। ২০২৪ সালে ৪ হাজার ৮১৪টি লিঙ্গ-সম্পর্কিত সহিংসতার মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য দেশটির জনসংখ্যা মাত্র ৩০ লাখ। ২০২৪ সালের নভেম্বরেও তার বিরুদ্ধে এ বিষয়ে তদন্ত চলছিল।
এদিকে প্রার্থী বাছাই প্রক্রিয়ার সমালোচনা করে বিরোধী দলের তরফে বলা হয়, হেঙ্গারির বিরুদ্ধে তদন্ত চলমান থাকা সত্ত্বেও তাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। গত মাসে প্রেসিডেন্ট নন্দী নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি একটি মন্ত্রিসভার উন্মোচন করেন। মন্ত্রিসভার ১৪ জন সদস্যের মধ্যে ৯ জনই নারী। ৭২ বছর বয়সি নন্দী নভেম্বরের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। তিনি সোয়াপোর দীর্ঘদিনের সদস্য। দক্ষিণ আফ্রিকার কাছ থেকে ১৯৯০ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে দলটি ক্ষমতায় আছে।