ভারতের গুজরাটে প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল একটি প্লেন। দুর্ঘটনায় মৃত্যু হলো এক পাইলটের। পুলিশ সূত্রে খবর, প্রশিক্ষণরত বিমানটি একটি বেসরকারি সংস্থার ছিল।
জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ গুজরাটের আমরেলি শহরের গিরিয়া রোড এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ সুপার সঞ্জয় খারাত জানান, গতকাল বিমানটি আমরেলি বিমানবন্দর থেকে ওড়ে। একটি বেসরকারি বিমান পরিবহন প্রতিষ্ঠানের ওই বিমানটি কিছু ক্ষণেই ভেঙে পড়ে। শাস্ত্রী নগর এলাকার কাছে একটি খালি জমিতে ভেঙে পড়ে বিমানটি। -অনলাইন
তবে তার আগে একটি গাছের সঙ্গে সংঘর্ষ হয়। জমিতে পড়ার সঙ্গে সঙ্গেই ওই বিমানে আগুন ধরে যায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা স্পষ্ট নয়। এর নেপথ্যে থাকতে পারে আবহাওয়াজনিত কারণ। যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুলেও হতে পারে এ বিপর্যয়। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে। তবে পাইলট ছাড়া এখন পর্যন্ত আর কোনো হতাহতের খবর মেলেনি।