পশ্চিমবঙ্গের ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী বলেছেন, ‘আগামী বছর ২০২৬ সালে বিধানসভার নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে এমন প্রার্থীদের বাছাই করাতে হবে যার হিন্দু বা মুসলিমের পরিচয় নেই। তার শুধু মানুষের পরিচয় আছে। কেননা মমতা ব্যানার্জি মানুষকে ভালোবাসেন।’ এই বিষয়গুলো তিনি নিজেই মমতা ব্যানার্জিকে জানাবেন, যদি উনি রাগ করেন তাহলে তার কিছু যায় আসে না বলেও মন্তব্য করেছেন ত্বহা সিদ্দিকী। রাজ্যটির বিরোধী দল এবং কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে তোপ দেগে ফুরফুরা শরিফের এই সিনিয়র পীরজাদা বলেন ‘বিজেপির কোনো কাজ নেই। তারা কেবল হিন্দু, মুসলিম করেই বেঁচে আছে। কোনো দিন আপনারা শোনেননি যে, হোলির সময় মসজিদকে ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এবার কোনো দিন আপনারা শুনবেন বকরি ঈদের দিন হিন্দুদের মন্দিরকে ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হলো।’ গতকাল স্থানীয় গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে ফুরফুরা শরিফের এই পীরজাদার অভিমত- ‘ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে অনেক নেতা, মন্ত্রীরা আছেন যারা দিনে তৃণমূল আর রাতে বিজেপি।’ এই মালগুলোকে আগে তাড়াতে হবে।’
রাজ্যের ভোটারদের কাছে তার আহ্বান ‘আগামী বিধানসভা নির্বাচনে আমি পশ্চিমবঙ্গের মানুষকে অনুরোধ করব যে, হিন্দু নয়, মুসলিম নয় বা কোনো রাজনীতিক দল নয়... যারা উন্নয়ন এবং সম্প্রীতির পক্ষে থাকবে তাদের পক্ষে ভোট করতে।’
ক্ষমতাসীন দল তৃণমূলের একাংশের নেতা, মন্ত্রী, বিধায়কদের নিশানা করে ত্বহা বলেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের কোন বিধায়ক অত্যাচার করছে, মুসলমান-মুসলমানদের মধ্যে সংঘর্ষ লাগাচ্ছে, হিন্দু-মুসলমানের সংঘর্ষ বাধাচ্ছে সেই কথাগুলো আমি মুখ্যমন্ত্রীকেই বলব। উনি যদি না শোনেন তখন গণমাধ্যমের সামনে বলব।’