ভারত ভ্রমণে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক ইসরায়েলি নারী পর্যটক। ২৭ বছর বয়সি ওই বিদেশির পাশাপাশি গণধর্ষণ করা হয়েছে স্থানীয় একটি হোম-স্টে’র নারী মালিককেও। একই সঙ্গে ওই পর্যটক দলের সদস্য এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে ভারতজুড়ে।
বৃহস্পতিবার রাত ১১টা থেকে সাড়ে ১১ টার মধ্যে ঘটনাটি ঘটে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের ‘হাম্পি’র সানাপুর লেকের কাছে। ঘটনাস্থল হাম্পি থেকে প্রায় চার কিলোমিটার দূরে। ওই ইসরায়েলি নারী পর্যটকের সঙ্গে ছিলেন তার তিন পুরুষ বন্ধু। এর মধ্যে একজন যুক্তরাষ্ট্রের, বাকি দুজন ভারতীয়। ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাওয়া পর্যটনস্থল হাম্পিতে প্রতিবছরই অসংখ্য পর্যটক আসেন। বিশেষ করে বিদেশি পর্যটকের কাছে অত্যন্ত পরিচিত একটি পর্যটনস্থল হাম্পি।