তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র গতকাল জানিয়েছে, নিষিদ্ধ কুর্দি গোষ্ঠী পিকেকে এবং এর সঙ্গে যুক্ত সব গোষ্ঠীকে অবিলম্বে নিরস্ত্র করতে হবে। সূত্রটি জানিয়েছে, পিকেকে এবং এর সঙ্গে যুক্ত সব গোষ্ঠীকে অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে, বিলুপ্ত করতে হবে এবং অবিলম্বে এবং নিঃশর্তভাবে তাদের অস্ত্র জমা দিতে হবে।
গত সপ্তাহে পিকেকে প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওকালান তার জঙ্গি গোষ্ঠীকে বিলুপ্ত করার এবং তার যোদ্ধাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ৭৫ বছর বয়সি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা ১৯৯৯ সাল থেকে কারাগারে বন্দি। পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে তুরস্ক। তাদের সংঘাতে হাজার হাজার মানুষ মারা গেছে। গত শনিবার পিকেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তারা বলেছে, তারা ওকালানের আহ্বান মেনে চলবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সতর্ক করে দিয়েছেন, যদি প্রতিশ্রুতি রক্ষা না করা হয় তাহলে সেনাবাহিনী পিকেকে-বিরোধী অভিযান চালিয়ে যাবে। এরদোগান বলেন, আমরা সর্বদা আমাদের লৌহমুষ্টি প্রস্তুত রাখি, যদি আমাদের বাড়ানো হাতটি বাতাসে ঝুলে থাকে অথবা কামড় দেয়। -এএফপি