মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই গাড়িবহরে ইউনিফিল মিশনের বিদায়ি উপকমান্ডার ছিলেন। শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনায় শান্তিরক্ষী মিশনের কয়েক সদস্য আহত হয়েছেন।
এর আগে টানা দ্বিতীয় দিনের মতো বৈরুত বিমানবন্দরের পথরোধ করেন বিক্ষুব্ধ লেবানিজরা। দেশটিতে ইরানি প্লেন নামতে পারবে- এমন সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননে এ বিক্ষোভ হয়। এরই একপর্যায়ে শুক্রবার এ হামলার ঘটনা ঘটল। ভিডিও ফুটেজে দেখা যায়, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থকরা পতাকা নিয়ে জাতিগত স্লোগান দিচ্ছেন। এ সময় তারা ইউনিফিলের সদস্যদের গাড়ি থেকে নামিয়ে তাদের পেটাতে থাকেন। -বিবিসি