আফ্রিকান শীর্ষ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ডিআর কঙ্গোর আঞ্চলিক অখ-তাকে সম্মান করার এবং আঞ্চলিক যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়েছেন। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামেকে সমাবেশে যোগ দিতে দেখা গেছে। কিন্তু এম২৩ তার দেশের ভূখন্ডের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি শীর্ষ সম্মেলনে অনুপস্থিত ছিলেন।
গত মাসে উত্তর কিভুতে গুরুত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী গোমা দখলের সময় কঙ্গোর সেনাবাহিনীকে পরাজিত করে রুয়ান্ডা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এম২৩। নিরাপত্তা ও মানবিক সূত্র জানিয়েছে, শুক্রবার কার্যত নিয়ন্ত্রণহীনভাবে আরেকটি গুরুত্বপূর্ণ শহর বুকাভুতে অগ্রসর হওয়ার আগে তারা সেখানে একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর দখল করে। শীর্ষ সম্মেলনে এক ভাষণে গুতেরেস রুয়ান্ডার নাম উল্লেখ না করে নেতাদের বলেন, ‘এম২৩ আক্রমণের ধারাবাহিকতার ফলে দক্ষিণ কিভুতে যে লড়াই চলছে তা পুরো অঞ্চলকে খাদের কিনারে ঠেলে দেওয়ার হুমকিতে ফেলেছে।’ তিনি আরও যোগ করেন, ‘যে কোনো মূল্যে আঞ্চলিক উত্তেজনা এড়াতে হবে। এর কোনো সামরিক সমাধান নেই।’ তার মতে, ‘সংলাপ শুরু করতে হবে এবং কঙ্গোর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখ-তাকে সম্মান করতে হবে।’ -এএফপি