ভারতে যদি এখনই সাধারণ নির্বাচন (লোকসভা) হয়, তবে বিজেপি নেতৃত্বাধীন ‘জাতীয় গণতান্ত্রিক মোর্চা’ (এনডিএ) ৩৪৩ আসনে জয় পেতে পারে। বিজেপি একা ২৮১ আসনে জয় পেতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যেখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোটের আসন সংখ্যা ছিল ২৩২, সেখানে এই মুহূর্তে নির্বাচন হলে তা কমে দাঁড়াতে পারে ১৮৮-এ। ইন্ডিয়া টুডে-সি ভোটারের যৌথ উদ্যোগে করা ‘মুড অব দ্য নেশন’ (এমওটিএন)-এর একটি জরিপে উঠে এসেছে এই তথ্য। বুধবার সেই জরিপের তথ্য প্রকাশ্যে আনে সংস্থাটি।
চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি এ জরিপ করা হয়। দেশজুড়ে প্রতিটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১ লাখ ২৫ হাজার ১২৩ জন মানুষের মতামত নেওয়া হয়।
ভারতের লোকসভার আসন সংখ্যা ৫৪৫ (৫৪৩ জন নির্বাচিত, ২ জন মনোনীত)। সেখানে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। গত বছরের লোকসভা নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল ২৯২ আসন। বিজেপি ২৪০ আসনে জয় পেয়েছিল। কংগ্রেস ৯৯ আসনে জয় পেয়েছিল। এ মুহূর্তে নির্বাচন হলে বিজেপি একা ২৮১ আসনে জয় পেতে পারে। কংগ্রেস ৮৮ আসনে জয় পেতে পারে।
এর পাশাপাশি এখনই নির্বাচন হলে এনডিএর প্রাপ্ত ভোটের শতকরা হার ৩ শতাংশ বেড়ে ৪৭% হতে পারে। ‘ইন্ডিয়া’ জোটের প্রাপ্ত ভোটের শতকরা হার মাত্র ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪১% হতে পারে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান ছিল ‘এবার ৪০০ পার’। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি তারা।