ফিলিস্তিনে গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছে ফিলিস্তিনির মুক্তিকামী গোষ্ঠী হামাস। চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংগঠনটি। বিবিসি এ খবর জানিয়েছে। গতকাল কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর হামাস জানিয়েছে, মিসর ও কাতারের মধ্যস্থতাকারীরা চুক্তি বাস্তবায়নের পথে যে কোনো বাধা দূর করার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মিসর ও কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যস্থতাকারীরা দুপক্ষের মধ্যে মতপার্থক্য কমিয়ে এনেছেন এবং উভয়পক্ষ চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল মঙ্গলবার জানিয়েছিল, আগামীকালের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি শেষ হবে। হামাস দাবি করেছে, ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে দেয়নি। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। হামাসের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে চুক্তি বাতিল করার পরামর্শ দেন। তিনি বলেন, শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে ইসরায়েলকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
এদিকে ফিলিস্তিনে মার্কিন-ইসরায়েলি ‘জাতিগত নির্মূল’ পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানাতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস সপ্তাহান্তে বিশ্বব্যাপী বিক্ষোভ এবং সংহতি মিছিল করার আহ্বান জানিয়েছে। বুধবার এক বিবৃতিতে হামাস বিশ্বজুড়ে জনগণকে রাজধানী শহরগুলোতে গণহত্যার প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। আজ শুক্রবার, আগামীকাল শনিবার এবং আগামী রবিবারকে গাজার নিপীড়িত জনগণের ওপর শাসকগোষ্ঠীর গণহত্যার বিরুদ্ধে একটি বিশ্বব্যাপী আন্দোলন হিসেবে গড়ে তুলতে আহ্বান জানিয়েছে হামাস।
ইসরায়েলের ১৫ মাসের গণহত্যার সময় গাজার জনগণের পক্ষে বিশ্বব্যাপী সমর্থন এবং সংহতির জন্যও হামাস কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
শনিবারের মধ্যে হামাস যদি সব ইসরায়েলি ব›িীকে মুক্তি না দেয়, তাহলে ইসরায়েল হামাসের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার এবং গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের হুমকি দেওয়ার দিনই এই বিবৃতি দেওয়া হল। ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দিদের মুক্তির বিষয়ে হামাস মার্কিন ও ইসরায়েলি হুমকির কাছে মাথা নত করবে না বলে হামাস জানিয়ে দিয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ইসরায়েল ‘যুদ্ধবিরতি চুক্তির বেশ কয়েকটি ধারা বাস্তবায়ন এড়িয়ে যাচ্ছে’, সতর্ক করে দিয়ে বলেছেন যে ইসরায়েল চুক্তি মেনে না চললে বন্দিদের মুক্তি দেওয়া হবে না। -বিবিসি