লিবিয়া উপকূলে ইউরোপগামী একটি নৌকা ডুবে পাকিস্তানের ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, লিবিয়া উপকূলে প্রাণ হারানো সবাই পাকিস্তানের নাগরিক। এ ছাড়া এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাওইয়ার মার্সা ডেলা বন্দরে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে আনুমানিক ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানতে পেরেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। -ডন