যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। তাঁর এমন ঘোষণার পর গতকাল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জার্মানি বলেছে, এ রকম অতিরিক্ত শুল্ক আরোপ সব পক্ষকেই ক্ষতিগ্রস্ত করবে। জার্মানির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র কোরবিনিয়ান ওয়াগনার নিয়মিত সংবাদ সম্মেলনে শুল্ক আরোপ বন্ধ করার জন্য আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, শেষ পর্যন্ত উচ্চ শুল্ক সব পক্ষের ক্ষতি করবে।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ট্রাম্পের সর্বশেষ শুল্কনীতির প্রভাব সবচেয়ে বেশি পড়বে কানাডার ওপর। রবিবার ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে নিউ অরলিন্সে সুপার বোলে যাওয়ার পথে সাংবাদিকদের কাছে নতুন পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের আমদানির ওপর শুল্ক আরোপ করবে তাদের জন্য পাল্টা শুল্ক বসানো হবে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি বা কোনো ছাড় থাকবে কি না, সে বিষয়ে কিছু জানাননি। ট্রাম্প বলেন, ‘যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, তবে আমরাও তাদের ওপর শুল্ক আরোপ করব।’ কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ইস্পাত বাণিজ্য অংশীদার।
এদিকে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর চীনের আরোপ করা আমদানি কর গতকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। সব ধরনের চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১০ শতাংশ করারোপের পর ৪ ফেব্রুয়ারি বেইজিং এ ঘোষণা দিয়েছিল। এর আগে রবিবার ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে সব স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এ বিষয়ে গতকাল পূর্ণ ঘোষণা আসার কথা ছিল। বিবিসি