ভারতের দিল্লিতে ভোট গণনার প্রাথমিক প্রবণতা প্রকাশ্যে আসার পর থেকেই মোটামুটি স্পষ্ট হতে থাকে ভোটের ফল। বেলা যত গড়িয়েছে ততই পিছিয়ে পড়েছে আম আদমি পার্টি (আপ)। এগিয়েছে বিজেপি। দিল্লির জয় স্পষ্ট হতেই দিল্লিবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জয়কে তিনি ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মোদি দিল্লি জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পোস্টে তিনি প্রথমেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, ‘মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত।’ তারপরই তিনি প্রতিশ্রুতি দেন- ‘দিল্লির উন্নয়নে আমরা কোনো ফাঁক রাখব না। দিল্লিবাসীর জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ বিকশিত ভারতের গুরুত্বপূর্ণ অংশ হবে দিল্লি- জানান মোদি। একই সঙ্গে দিল্লিতে জয়ের জন্য বিজেপি কর্মীদেরও ধন্যবাদ জানান। মোদি মনে করেন, তাদের কঠোর পরিশ্রম ছাড়া এই জয় সম্ভব হতো না।