ইউক্রেনের পূর্ব ও উত্তর-পূর্ব দিকের আরও দুটি গ্রাম দখল করার দাবি করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের নোভোমলিনস্ক নামের একটি গ্রাম দখল করেছেন। ওস্কিল নদী পার হয়েই রুশ সেনারা গ্রামটি দখল করেছেন। এতদিন পর্যন্ত নদীটির দুই তীর দুই দেশের সেনাদের দখলে ছিল। দখলকৃত গ্রামটি খারকিভের পূর্ব দিকে অবস্থিত। এ অঞ্চলের কয়েকটি স্থানের যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ (ফ্রন্টলাইন) এসে মিলেছিল এ গ্রামে। -এএফপি