তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, সিরিয়ার অন্তর্র্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল-শারা আজ তাঁর দ্বিতীয় আন্তর্জাতিক সফরে তুরস্কে যাবেন। ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর আল-শারা বর্তমানে সিরিয়ার রাষ্ট্রক্ষমতায় আছেন।
প্রেসিডেন্সির যোগাযোগপ্রধান ফাহরেত্তিন আলতুন এক্সে বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে শারা মঙ্গলবার আঙ্কারা সফর করবেন।’ এর আগে নিজের প্রথম আন্তর্জাতিক সফরে সম্পর্কোন্নয়নে সিরিয়ার অন্তর্র্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল-শারা রবিবার সৌদি আরব যান। ডিসেম্বরে বাশার আল-আসাদকে উৎখাতের পর এটাই আল-শারার প্রথম আন্তর্জাতিক সফর। এএফপি