মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস পেয়েছে ইলন মাস্কের সরকারি সক্ষমতা অধিদপ্তর (দ্য ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে)। ফলে নাগরিকদের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসংক্রান্ত তথ্য এখন যাচাই করতে পারবে সংস্থাটি। অর্থাৎ অর্থ মন্ত্রণালয় দেখভালও করতে পারবেন মাস্ক। এ বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক দুই ব্যক্তির বরাতে মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই বিশেষ টাস্কফোর্স ফেডারেল কর্মীদের ছাঁটাই, বিভিন্ন সরকারি কর্মসূচি সংকোচন এবং ফেডারেল নিয়মকানুন শিথিলের মাধ্যমে সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে গঠিত হয়েছে। এর দায়িত্বে আছেন ট্রাম্পের উপদেষ্টা ও টেসলা মালিক ধনকুবের ইলন মাস্ক। তাদের নব্যপ্রাপ্ত অধিকারের কারণে করদাতাদের গুরুত্বপূর্ণ তথ্যের ওপর বিস্তৃত নিয়ন্ত্রণের সুযোগ করে দিতে পারে। সিএনএন
ডোজের নতুন অধিকার নিয়ে অর্থমন্ত্রী স্কট বেসেন্টের কাছে পাঠানো এক চিঠিতে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটের অর্থ পরিষদের শীর্ষ ডেমোক্র্যাট রন ওয়াইডেন। তার আশঙ্কা, মাস্কের সংশ্লিষ্টরা পেমেন্ট সিস্টেমে পাওয়া অ্যাক্সেস ব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মসূচির অর্থ অবৈধভাবে আটকে দিতে পারেন।
ইলন মাস্ক ও আরেক ধনকুবের বিবেক রামাস্বামীর যৌথ উদ্যোগে ডোজে গঠন করা হয়। তবে ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর পদের জন্য লড়াইয়ের চিন্তা করছেন বলে পরে ডোজে থেকে সরে দাঁড়ান রামাস্বামী। ডোজের মাধ্যমে ফেডারেল বাজেটে কয়েক বিলিয়ন ডলার কাটছাঁট ও প্রশাসনে লোকবল হ্রাসের অঙ্গীকার করেছিলেন তারা। -সিএনএন